দেশের
মোবাইল বাজারে
নতুন
ব্র্যান্ড ‘ম্যাংগো’ এর
যাত্রা
শুরু
হয়েছে। প্রথমিকভাবে ১১টি
মডেলের
হ্যান্ডসেট নিয়ে
যাত্রা
শুরু
করেছে
ম্যাংগো ডিজিটাল লিমিটেড। এর মধ্যে
৫টি
স্মার্টফোন এবং
৬টি
ফিচার
ফোন। সবগুলো
ফোনই
আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ। বুধবার রাজধানীর একটি
হোটেলে এর
উদ্বোধনী অনুষ্ঠান করা
হয়।
স্মার্টফোনের মডেলগুলো হচ্ছে E50, E60, Galicia, Rio এবং ফ্ল্যাগশিপ E30। ম্যাংগো E30 হ্যান্ডসেটটিতে রয়েছে অক্টাকোর ১.৩ গিগাহার্টজ প্রোসেসর, নিখুঁত সিএনসি কাট মেটাল বডি, ১৬ জিবি রম এবং ৩ জিবি র্যাম, ১৩ মেগাপিক্সেল ফাস্ট ফোকাস রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। এতে আরো রয়েছে ২২০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া E50 হ্যান্ডসেটটির সাথে রয়েছে একটি আকর্ষণীয় VR হেডসেট ফ্রি। আর ফিচার ফোনগুলো নিত্যদিন ব্যবহার উপযোগি করে তৈরি করা হয়েছে এবং এগুলো দামেও সাশ্রয়ী। ফিচার ফোনগুলোর মডেল হচ্ছে K10, Fazli, W220, W250, W222 এবং K20। এসব ফিচার ফোনগুলোতে রয়েছে অডিও-ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, ব্লুটুথ, টর্চ সুবিধা। ম্যাংগো ফিচার এবং স্মার্টফোনগুলো ৮০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রাহকদের কাছে সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে দেশব্যাপী ২০টি কাস্টমার কেয়ার সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। সকল ম্যাংগো ফিচার ও স্মার্টফোনে এক বছরের বিক্রয়োত্তর সেবার সুবিধা থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাংগো ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, পরিচালক মোয়াম্মের হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওহাব খান, এবং মহাব্যবস্থাপক (মার্কেটিং) তৌফিকুল আলম। ডিভাইসগুলো সম্পর্কে আরো জানতে ভিজিট করুন-www.mangoinfo.com
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment