Pages

Wednesday, July 20, 2016

উয়েফা বর্ষসেরা কে হচ্ছেন?

গতবার উয়েফা বর্ষসেরা ফুটবলার  লিওনেল মেসি তার আগেরবার হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবার কি নতুন কাউকে দেখা যাবে? নাকি এই দু'জনের কারও হাতেই উঠবে ইউরোপ-সেরার পুরস্কার?
উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। উয়েফা বর্ষসেরার পুরস্কার মেসির হাতে উঠেছে দু'বার, রোনাল্ডো পেয়েছেন একবার। তাই ইউরোজয়ী পর্তুগিজ স্ট্রাইকারের সামনে এবার গোল সমান করার সুযোগ। 
ইতিমধ্যে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। মেসি-রোনাল্ডোর সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন সদ্য সমাপ্ত ইউরোয় আলো ছড়ানো ওয়েলসের উইঙ্গার গ্যারেথ বেল, রয়েছেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজমানও। ইউরোর পারফরম্যান্স দিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপেও। মেসির বার্সা-সতীর্থ লুইস সুয়ারেজও আছেন সংক্ষিপ্ত তালিকায়
এই ১০ জনের নামের তালিকাটি তিনজনে নেমে আসবে আগামী  আগস্ট। ২৫ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিন জানা যাবে এবারের উয়েফা বর্ষসেরা বিজয়ীর নাম। তার আগে একঝলকে দেখে নিন সেরা দশে আছেন যাঁরা -
ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজ, জিয়ানলুইগি বুফোন, আঁতোয়া গ্রিজমান, টনি ক্রুস, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার এবং পেপে।     
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment