ইংলিশ জাতীয় ফুটবল
দলের নতুন কোচ
হিসেবে যোগ দিতে
যাচ্ছেন স্যাম
অ্যালারডাইস।
বর্তমানে সান্ডারল্যান্ডের দায়িত্বে থাকা
অ্যালারডাইস ইংল্যান্ডের কোচ হতে পারেন
বলে গত কয়েক
দিন ধরেই খবর
আসছিল। সেটাই
চূড়ান্ত হতে
যাচ্ছে বলে বুধবার
এক প্রতিবেদনে জানায়
বিবিসি।
খবরে
বলা
হয়,
আগামী
২৪
ঘণ্টার
মধ্যেই
বিষয়টি
চূড়ান্ত হতে
পারে
বলে
জানা
গেছে।
সম্প্রতি শেষ
হওয়া
ইউরো
চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ফেভারিটের মর্যাদা নিয়ে
শুরু
করলেও
শেষ
ষোলোয়
অঘটনের
শিকার
হয়
তারা।
প্রথমবারের মতো
বড়
কোনো
প্রতিযোগিতায় খেলতে
আসা
আইসল্যান্ডের কাছে
হেরে
ছিটকে
পড়ে
ওয়েন
রুনি-জেমি ভার্ডিরা। এরপরই
কোচের
পদ
থেকে
সরে
দাঁড়ানোর ঘোষণা
দেন
রয়
হজসন।
তারপর
থেকেই
নতুন
কোচের
সন্ধানে ছিল
দেশটির
ফুটবল
অ্যাসোসিয়েশন (এফএ)।
ওয়েস্টহ্যাম, নিউক্যাসল ইউনাইটেড ও
বোল্টনের সাবেক
কোচ
অ্যালারডাইস গত
সপ্তাহে এফএ-র সঙ্গে কথা
বলেন।
হাল
সিটির
বর্তমান কোচ
স্টিভ
ব্রুসের নামও
আলোচনায় ছিল।
তবে
শেষ
পর্যন্ত ৬১
বছর
বয়সী
সাবেক
ডিফেন্ডার অ্যালারডাইসকেই বেছে
নিচ্ছে
ইংল্যান্ড।
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment