লন্ডনে পৌঁছেই মাঠে
নামার জন্য প্রস্তুত টাইগার তারকা মোস্তাফিজুর রহমান। এসেক্সের বিপক্ষে সাসেক্স শার্কসের ম্যাচ
দিয়েই কাউন্টি অভিষেক
হতে যাচ্ছে এই
বাঁহাতি পেসারের। চেমসফোর্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এই
ম্যাচ শুরু হবে
বাংলাদেশ সময়
বৃহস্পতিবার রাত
১২টায়।
বুধবার
সকালেই
ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ
ছাড়েন
মোস্তাফিজ। ইংল্যান্ডে পৌঁছেই
চলে
যান
হোভে
সাসেক্সের ড্রেসিংরুমে। নিজের
লকারের
সামনে
দাঁড়ানো মুস্তাফিজের ছবি
অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ
করে
সাসেক্স।
টুইটারে সাসেক্স জানায়,
এসেক্সের বিপক্ষে ম্যাচ
দিয়ে
সাসেক্স শার্কসের হয়ে
অভিষেক
হতে
যাচ্ছে
মুস্তাফিজের।
বিমানবন্দরে পৌঁছলে
ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় মুস্তাফিজকে।
শুক্রবার ওভালে টি-টোয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজদের প্রতিপক্ষ সারে।
২৪
জুলাই
রয়্যাল লন্ডন ওয়ানডে
কাপে
প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭
জুলাই
হ্যাম্পশায়ার। ২৮
জুলাই
টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ
ম্যাচে
প্রতিপক্ষ গ্ল্যামরগ্যান। ৩০
জুলাই
ওয়ানডে
ম্যাচে
প্রতিপক্ষ সমারসেট আর
২
অগাস্ট
কেন্টের বিপক্ষে ম্যাচ
দিয়েই
শেষ
হবে
মোস্তাফিজের এবারের
কাউন্টি সফর। উল্লেখ্য, সাসেক্সের হয়েও মোস্তাফিজের জার্সি
নাম্বার ওই
৯০-ই থাকছে।
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment