Pages

Thursday, July 21, 2016

সাসেক্সের জার্সি হাতে মোস্তাফিজ

দীর্ঘ তের ঘণ্টার বিমান ভ্রমণের ক্লান্তিকে ম্লান হাজার হাজার কিলোমিটার দূরের কাউন্টি গ্রাউন্ডে পৌঁছেই সাসেক্সের জার্সি হাতে ছবি তুলেছেন মোস্তাফিজ
দীর্ঘ প্রতীক্ষার পর ভিসা পেয়েই বুধবার সকাল সোয়া ১০টায় ইংল্যান্ডগামী বিমানে ওঠেন মোস্তাফিজ। লন্ডন গিয়ে পৌঁছান বাংলাদেশ সময় রাত ১১টায়। স্থানীয় সময় তখন বিকাল ৫টা। বিমান বন্দরেই মোস্তাফিজকে স্বাগত জানায় সাসেক্সের একটি প্রতিনিধি দল। এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ক্লাবে। সেখানেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় কাটার মাস্টারকে
আনুষ্ঠানিকতা সারার পর বাংলাদেশের এই তরুণ পেস সেনসেশনের হাতে তুলে দেয়া হয় সাসেক্সের জার্সি। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের দু'টি জার্সি। বৃহস্পতিবারই বাংলাদেশ সময় রাত ১২ টায় এসেক্সের বিপক্ষে মাঠে নামছে দ্য ফিজের দল সাসেক্স। আর সব কিছু ঠিক থাকলে এই ম্যাচেই কাউন্টি অভিষেক ঘটবে মোস্তাফিজের
মোস্তাফিজের হাতে জার্সি তুলে দিয়ে কয়েকটি ছবিও তুলেছে সাসেক্স। এরপর ওই ছবিগুলো নিজেদের টু্ইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও আপলোড করেছে তারা। ফেসবুক পেজে সাসেক্স লিখেছে, ‘এবং অবশেষে দ্য ফিজ এখানে এসে পৌঁছাল। আগামীকালই (আজ) এসেক্সের বিপক্ষে মাঠে নামবে দ্য ফিজ।
আর সেটা হলেই সাকিব-তামিমের পর মোস্তাফিজই হচ্ছেন বাংলাদেশের তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর ম্যান। 
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment