Pages

Tuesday, June 28, 2016

সাশ্রয়ী দামে মাইক্রোম্যাক্সের নতুন দুই ফোন

সাশ্রয়ী দামের নতুন দুইটি স্মার্টফোন নিয়ে হাজির মাইক্রোম্যাক্স ইউনাইট সিরিজে নতুন দুটি স্মার্টফোনের দাম মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে
এই নতুন ফোনদুটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ফোনদুটিতে খুব সহজেই আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে। এই স্মার্টফোন দুটিই প্রথম এতে ব্যবহার করা হয়েছে ইন্দাস ওএস . টেকনোলজি। এর ফলে ফোনের গ্রাহকরা ১২টি ভিন্ন ভাষা ব্যবহার করতে পারবেন এই ১২টি ভাষার মধ্যে ৬টি ভারতীয় আঞ্চলিক ভাষা থাকবে।
এর পাশাপাশি নয়া এই দুই স্মার্টফোনে রয়েছে আরও সব চোখ ধাঁধানো ফিচার। মাইক্রোম্যাক্স ইউনাইট - রয়েছে ইঞ্চি ডিসপ্লে, গিগাহার্জ প্রসেসর, ৭২০x১২৮০ পিক্সেল রেজোলিউশন, মেগাপিক্সেল ক্যামেরা, জিবি র্যা , জিবি ইন্টারনাল স্টোরেজ, মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।
মাইক্রোম্যাক্স ইউনাইট প্রোতে রয়েছে ইঞ্চি ডিসপ্লে, . গিগাহার্জ প্রসেসর, ৭২০x১২৮০ পিক্সেল রেজলিউশন, মেগাপিক্সেল ক্যামেরা, জিবি র্যা , ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩৯০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।
মাইক্রোম্যাক্স ইউনাইট -এর ভারতের বাজারে হাজার ৯৯৯ রুপি এবং ইউনাইট প্রো-এর দাম হাজার ৪৯৯ রুপি।
  Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment