Pages

Monday, June 27, 2016

ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-উইন্ডিজ

অবশেষে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া গেলো দু'টি দল তিন ক্যারিবীয় দেশ গায়ানা, সেন্ট কিটস এন্ড নেভিস বার্বাডোজ জুড়ে খেলা চলছে এই ত্রিদেশীয় সিরিজটি শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করতে ব্যর্থ হয়ে বাড়ি চলে গেছে দক্ষিণ আফ্রিকাফলে রোববার রাতে কেনসিংটন ওভালের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা হবে গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টের হোস্ট এবং বর্তমান বিশ্ব টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডেও বেশ সাফল্য পাচ্ছে উইন্ডিজ 
ওয়েস্ট ইন্ডিজের জন্য এই ট্রফি জয় হবে বছরে আরও একটি গৌরবজনক অর্জন, যা ক্যারিবিয়ান ক্রিকেট ভক্তদের হৃদয়কে আনন্দের জোয়ারে ভাসাবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালে পর্যন্ত বিশ্ব টি-২০, মহিলাদের বিশ্ব টি-২০ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে। তূলনামূলকভাবে, ওয়েস্ট ইন্ডিজ এই ত্রিদেশীয় সিরিজে একটি ছোট বিয়ার। কিন্তু এই ছোট বিয়ার 'নো বিয়ার' এর চেয়েও উত্তম। এছাড়া জেসন হোল্ডার নেতৃত্বের জন্য এটা একটি উৎসাহব্যঞ্জক নিদর্শন হবে (এটা ড্যারেন স্যামি হবে যার নেতৃত্বে বিশ্ব টি-২০ শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ)
কিন্তু ওয়ানডেতে নাম্বার ওয়ান হিসেবে অস্ট্রেলিয়ার জন্য এও সিরিজ জয় হবে অন্য আর সব সিরিজ বা টুর্নামেন্ট জয়ের মতই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তারা আরও খেলা জেতার জন্য মুখিয়ে থাকে। অজিদের বর্তমান একাদশের জন ক্রিকেটার এই সিরিজটি খেলছে, যারা গত বিশ্বকাপ ফাইনাল জিতেছিল। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, এই সিরিজে স্মিথ বাহিনী তাদের নিজদের মার্কে ফেরার চেষ্টা করে যাচ্ছে। 
ল্যাঙ্গার বলেন, 'আমরা অতীতে বড় সাফল্য অর্জন করেছি, কিন্তু তার মানে এই নয় যে, আমরা সফলতার মহান ইতিহাস এবং উচ্চ প্রত্যাশা ছাড়া আর কিছুই বুঝি না।
তিনি আরও বলেন, 'দলের কিছু সদস্য বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং তাদের ওই অভিজ্ঞতা অত্যাবশ্যক। কিন্তু ছেলেদের কেউ কেউ এখনও তাদের সাফল্য খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে।'
অন্যান্য ম্যাচের মত ফাইনালেও মিচেল স্টার্কের ওপরেই অজিদের নজর থাকবে। অন্যদিকে উইন্ডিজের স্পটলাইটে থাকবেন তরুণ পেসার গ্যাব্রিয়েল, যিনি শুক্রবারের ম্যাচে মাত্র ২৩ রানেই উইকেট নিয়েছিলেন

অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য): অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা জোস হ্যাজেলউড

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য): আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েইট, সুনিল নারাইন, সুলেমান বেন শ্যানন গ্যাব্রিয়েল। 
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment