অবৈধ
বোলিং
অ্যাকশনে অভিযোগ
ওঠেছে
১১জন
খেলোয়াড়ের উপর
। অভিযুক্ত বোলারদের মধ্যে
রয়েছে
জাতীয়
দলের
ক্রিকেটার আরাফাত
সানি। যদিও
ভারতে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা চলা সময়ে
তাকে
নিষিদ্ধ করেছিল
আইসিসি।
অভিযুক্ত বোলাররা আগামী ২০ জুলাই হতে বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে কার্যক্রম শুরু করবেন। তবে জানা গেছে ত্রুটি সংশোধনে থাকা আরাফাত সানি আলাদাই ভাবেই কার্যক্রম করবেন।
অভিযুক্ত বোলাররা আগামী ২০ জুলাই হতে বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে কার্যক্রম শুরু করবেন। তবে জানা গেছে ত্রুটি সংশোধনে থাকা আরাফাত সানি আলাদাই ভাবেই কার্যক্রম করবেন।
যাদের
বিরুদ্ধে অবৈধ
বোলিং
অ্যাকশনের অভিযোগ দায়ের
হয়েছে
তারা
হলেন
গাজী
ক্রিকেটার্সের স্পিনার মুস্তাফিজুর রহমান
ও
মঈনুল
ইসলাম,
আবাহনীর অমিত
কুমার
নয়ন,
প্রাইম
দোলেশ্বরের রেজাউল
করিম
রাজীব,
কলাবাগান ক্রীড়া
চক্রের
মোহাম্মদ শরিফউল্লাহ, লিজেন্ডস অব
রূপগঞ্জের আসিফ
আহমেদ
রাতুল,
মোহামেডানের নাঈম
ইসলাম
জুনিয়র
ও
ফয়সাল
হোসেন
ডিকেন্স, ব্রাদার্সের সনজিৎ
সাহা
ও
ক্রিকেট কোচিং
স্কুলের মোহাম্মদ সাইফ
উদ্দিন।
খেলোয়াড়দের অবৈধ বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে প্রধান করে একটি কমিট গঠন করেছে বিসিবি। এই কমিটির অধীনে থেকে খেলোয়াড়রা তাদের বোলিং অ্যাকশনের সমস্যাগুলো শুধরানোর কাজ করবেন।
খেলোয়াড়দের অবৈধ বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে প্রধান করে একটি কমিট গঠন করেছে বিসিবি। এই কমিটির অধীনে থেকে খেলোয়াড়রা তাদের বোলিং অ্যাকশনের সমস্যাগুলো শুধরানোর কাজ করবেন।
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment