বিশ্বের অন্যতম
শক্তিশালি দল
থেকে সবথেকে খর্ব
শক্তির দলে পরিণত
হতে যাচ্ছে আর্জেন্টিনা! টানা তিন ফাইনালের পরাজয়ে যেন ধসে
পড়লো আর্জেন্টিনা।
সর্বকালের অন্যতম
সেরা খেলোয়াড় মেসির
অবসরের পরই অবসরের
ঘোষণা দিলেন আর্জেন্টিনার ‘যোদ্ধা’ খ্যাত মাসচেরানো।
এছাড়া
আরও অবসর নেয়ার
কথা শোনা যাচ্ছে
মেসির খুব কাছের
বন্ধু সার্জিও অ্যাগুয়েরো সহ ৪/৫
জনের। খবর
ইএসপিএনের। চারটি
ফাইনালে দলকে
হারতে
দেখেছেন মেসি।
আর
কতবার
হারলে
অন্তত
একটি
বারের
জন্য
দলের
হয়ে
তিনি
শিরোপা
জিততে
পারবেন,
তা
তার
জানা
নেই।
মেসি
নিজেই
বলেছেন,
যখন
আমি
ড্রেসিং রুমে
তাকাই
তখন
মনে
হয়
এই
দলটা
আমার
না। বন্ধু
অ্যাগুয়েরোও মেসির
সঙ্গে
সুর
মিলিয়ে
'দলের
কিছু
প্লেয়ারের জন্য
মেসির
আজ
এই
হাল'
বলে
উল্লেখ
করেছেন। এদিকে
মেসির
অবসর
ঘোষণার
পরপরই
অবসরের
রব
উঠেছে
আর্জেন্টিনা শিবিরে। আর্জেন্টিনার এক
সূত্রে
ইএসপিএন জানিয়েছে, আজ বা আগামীকালের ভেতর
জাতীয়
দল
থেকে
অবসর
নিতে
পারেন
লুকাস
বিগলিয়া, এভার
বানেগা,
ডি
মারিয়া
এবং
হিগুয়েনও।
চিলির
বিপক্ষে হারের
ক্ষত
শুকাতে
না
শুকাতেই গণ
অবসরের
এই
খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য
অনেক
বড়
একটি
ক্ষত।
কীভাবে
এই
শোক
কাঁটিয়ে উঠবে
আর্জেন্টিনা? এর
উত্তর
হয়তো
জানে
না
খোদ
আর্জেন্টাইনরাও।
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment