Pages

Tuesday, June 28, 2016

মেসিকে ফেরাতে আর্জেন্টিনার কান্না

মেসির এমন সিদ্ধান্তে যেন আকাশ ভেঙ্গে পড়লো পুরো আর্জেন্টিনার ওপর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর হঠাৎ জাতীয় দল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি তার এমন সিদ্ধান্তের কারণে অচল হয়ে পড়েছে আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলের মস্তিষ্ক সেই সাথে কান্নায় ভেঙ্গে পড়েছে মেসি পাগল পুরো বিশ্ব জুড়ে তার ভাবে চলে যাওয়া কেউ সহজ ভাবে মেনে নিতে পারছেনা সেই হাহাকার থেকেই মেসিকে ফিরিয়ে আনতে এবার রাস্তায় নেমেছে আর্জেন্টিনার সকল মেসি ভক্তরা
মেসিদের আর্জেন্টিনায় ফেরার অপেক্ষায় বিমানবন্দরে হাজির হয়েছিল অসংখ্য আর্জেন্টাইন মেসিভক্ত। যদিও জাতীয় দলের আগমণে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। সেখানে অনেক সমর্থক মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। অনেকে মেসিদের বাসের পিছু নেন। তাদের মুখে ছিল একটাই স্লোগানমেসি তুমি যেও না, মেসি তুমি যেও না মেসিপ্রেমী এক সমর্থকের প্ল্যা-কার্ডে লিখে এনেছিলেন, ‘মেসি আমি তোমাকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি
এদিকে দেশটিতে আজও চলছে মেসিকে ফিরে আশার অনুরোধ। চোখে পানি নিয়ে তাদের একটায় স্লোগান 'মেসি তুমি ফিরে এসো' এসময় মেসি পাগল এক সর্থকের কাছে জানতে চাইলে তিনি চোখে অশ্রু নিয়ে বলেন, 'আমাদের চোখের অশ্রু দিয়ে হলেও আমরা মেসিকে ফিরিয়ে আনবো। মেসি যদি ফিরে না আসে তাহলে আর কখনও ফুটবল খেলা দেখব না।'
শুধু তাই নয় আর্জেন্টিনার বিভিন্ন মার্কেট রেস্তোরাঁর টিভি পর্দায় মেসিকে ফিরে আশার জন্য অনুরোধ করেছে মেসি পাগল আর্জেন্টাইনরা।
গত মঙ্গলবার ভক্তদের পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মেসিকে ফোন করে তার সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। তাছাড়া কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাও জানিয়েছেন 'মেসিকে এভাবে যেতে দেবো না' 
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment