Pages

Sunday, June 22, 2014

নামবিহীন ফোল্ডার তৈরী

 

আপনারা চাইলেই যেকোনো ফোল্ডার নামবিহীন করতে পারেন।এজন্য প্রথমে যে ফোল্ডারটি নামবিহীন করবেন সেটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Rename এ যান।তারপর Alt চেপে ধরে 0160 টাইপ করে  Enter চাপুন।কাজ শেষ।রিফ্রেস করলে দেখবেন ফোল্ডারটি নামবিহীন হয়ে গেছে।

No comments:

Post a Comment