বর্তমানে প্রায় সবাই
এ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহার করে থাকে । এ্যান্ড্রয়েড
চালিত ফোনগুলোতে রয়েছে অনেক ধরনের সুবিধা । আর এরই অংশ হিসেবে ফোনটি নিরাপদ রাখার ক্ষেত্রে
রয়েছে কয়েক ধরনের সুবিধা যেমন- পাসওয়ার্ড, প্যাটার্ন লক, পিন লক । এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেমটি হচ্ছে ‘প্যাটার্ন লক’ , এটি অনেকেই ব্যবহার করে থাকে । আবার এটি ভুলেও যায় অনেকে । যেকারনে ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য
ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয় । কিন্তু, এবার কারও কাছে না গিয়ে আপনি নিজেই এই কাজটি করতে পারেন । আর এজন্য :-
১. প্রথমে ভলিউমের (আওয়াজ কমান-বাড়ানোর) বাটন দুটি চেপে
ধরুন
২. ফোন অন-অফ করার বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত
ফোনটি চালু হয় ।
৩.এরপর দেখবেন চারটি অপশন
আসবে, তার মধ্য থেকে রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন । এটি করার জন্য
অপশন পছন্দের জন্য ভলিউমের বাটনগুলো এবং অন-অফ করার বাটনটি
পছন্দ করার জন্য ব্যবহার করতে হবে ।
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে,
ফোনটি রিস্টার্ট
হওয়া পর্যন্ত ।
No comments:
Post a Comment