Pages

Tuesday, June 3, 2014

আপনি আপনার পেনড্রাইভ যেভাবে পাসওয়ার্ড প্রটেক্ট করবেন

আপনি16 GB পর্যন্ত Pendrive পাসওয়ার্ড Protect করতে পারেন......


 


আমরা সর্বদা আমাদের পেনড্রাইভে নিজস্ব কিছু ফাইল রাখি। যা অন্য কাউকেই দেখাতে চাই না.... কিন্তু পেনড্রাইভ কারোও হাতে পরলেই তা দেখে ফেলে, তখন মনে হয়,, যদি পেনড্রাইভটিকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারতাম,,







আর নয় আফসুস.............

মাত্র 120 KB এর একটি সফটওয়্যার Portable USB Safeguard দিয়ে 16 GB পর্যন্ত Pendrive এ
পাসওয়ার্ড দিতে পারবেন ।
 
নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন -

ডাউনলোড

যেভাবে Use করবেনঃ
১। ডাউনলোড করা ফাইল টি Unzip করুন ।
২। USB Safeguard_ 2 নামের সফট
টি পেনড্রাইভে কপি করুন ।
৩। এবার পেনড্রাইভ ওপেন করে USB
Safeguard_ 2 তে Double Click করুন ।
৪। এবার password দিয়ে confirm
করে OK দিন ।
৫। এরপর একটা Dialogue Box আসবে ।
“Do You want to store your password in a file? “ আপনি যদি পাসওয়ার্ড টি টেক্সট ফাইল
আকারে কম্পিউটার এ সেভ করতে চান
তাহলে YES দিন আর
না করতে চাইলে NO দিন ।
৬। তারপর একটা Window ওপেন হবে ।
৭। Encrypt All button এ ক্লিক করুন । (আর আপনি যদি সব ফাইল Encrypt
করতে না চান তাহলে Drag and Drop
করে আপনার কাঙ্খিত ফাইল
টি বক্সে এনে টা সিলেক্ট
করে Encrypt button এ ক্লিক করুন।)
৮। এরপর তিনটা অপশন আসবে । 1. Don’t Remove. 2. Zero Out Data. 3. DoD
522.5M
৯। আপনি 2.Zero Out Data অপশন select
করে ok দিন । ব্যাস আপনার পেনড্রাইভ পাসওয়ার্ড
Protect হয়ে গেল । বিঃদ্রঃ পাসওয়ার্ড টি মনে রাখুন । যেভাবে আবার আগের মত Unprotected
করবেনঃ এবার পেনড্রাইভ এর ফাইল
টি দেখতে হলে আপনি পেনড্রাইভ ওপেন
করে USB Safeguard_ 2 তে Double
Click করুন ।
তারপর বক্সে আপনার
পাসওয়ার্ড চাবে । আপনার পাসওয়ার্ড দিয়ে OK দিন ।
তারপর একটি Dialogue Box ওপেন
হবে । এখানে Decrypt All এ ক্লিক করুন । অথবা যে কোন একটি ফাইল Decrypt করতে ফাইল সিলেক্ট করে Decrypt এ ক্লিক করুন । ব্যাস আপনার পেনড্রাইভ টি আবার
আগের মত Unprotected হয়ে গেল ।

কোন সমস্যা হলে কমেন্ট করুণ।

No comments:

Post a Comment