আপনি16 GB পর্যন্ত Pendrive পাসওয়ার্ড Protect করতে পারেন......
আর নয় আফসুস.............
মাত্র 120 KB এর একটি সফটওয়্যার Portable USB Safeguard দিয়ে 16 GB পর্যন্ত Pendrive এ
পাসওয়ার্ড দিতে পারবেন ।
পাসওয়ার্ড দিতে পারবেন ।
নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন -
ডাউনলোড
যেভাবে Use করবেনঃ
১। ডাউনলোড করা ফাইল টি Unzip করুন ।
২। USB Safeguard_ 2 নামের সফট
টি পেনড্রাইভে কপি করুন ।
৩। এবার পেনড্রাইভ ওপেন করে USB
Safeguard_ 2 তে Double Click করুন ।
৪। এবার password দিয়ে confirm
করে OK দিন ।
৫। এরপর একটা Dialogue Box আসবে ।
“Do You want to store your password in a file? “ আপনি যদি পাসওয়ার্ড টি টেক্সট ফাইল
আকারে কম্পিউটার এ সেভ করতে চান
তাহলে YES দিন আর
না করতে চাইলে NO দিন ।
৬। তারপর একটা Window ওপেন হবে ।
৭। Encrypt All button এ ক্লিক করুন । (আর আপনি যদি সব ফাইল Encrypt
করতে না চান তাহলে Drag and Drop
করে আপনার কাঙ্খিত ফাইল
টি বক্সে এনে টা সিলেক্ট
করে Encrypt button এ ক্লিক করুন।)
৮। এরপর তিনটা অপশন আসবে । 1. Don’t Remove. 2. Zero Out Data. 3. DoD
522.5M
৯। আপনি 2.Zero Out Data অপশন select
করে ok দিন । ব্যাস আপনার পেনড্রাইভ পাসওয়ার্ড
Protect হয়ে গেল । বিঃদ্রঃ পাসওয়ার্ড টি মনে রাখুন । যেভাবে আবার আগের মত Unprotected
করবেনঃ এবার পেনড্রাইভ এর ফাইল
টি দেখতে হলে আপনি পেনড্রাইভ ওপেন
করে USB Safeguard_ 2 তে Double
Click করুন ।
তারপর বক্সে আপনার
পাসওয়ার্ড চাবে । আপনার পাসওয়ার্ড দিয়ে OK দিন ।
তারপর একটি Dialogue Box ওপেন
হবে । এখানে Decrypt All এ ক্লিক করুন । অথবা যে কোন একটি ফাইল Decrypt করতে ফাইল সিলেক্ট করে Decrypt এ ক্লিক করুন । ব্যাস আপনার পেনড্রাইভ টি আবার
আগের মত Unprotected হয়ে গেল ।
কোন সমস্যা হলে কমেন্ট করুণ।
No comments:
Post a Comment