Pages

Tuesday, June 24, 2014

মাউস ব্যতীত মিনিমাইজ করা ফাইল ওপেন করুন

অনেক সময় আমরা মাউস প্রব্লেম এ ভুগান্তির শিকার হই। তথন মাউসের দরকার টা খুবই প্রয়োজন বোধ মনে করি। কিন্তু কিছুই করার নেই, মাউস থাকলে তো??

আজ আমরা শিখব কিভাবে মাউস ছাড়া মিনিমাইজ করা ফাইল ওপেন করতে হয়........

কিভাবে ওপেন করবেন:

প্রথমে কি-বোর্ডের Alt বাটন এবং Tab বাটনে চাপুন..
পরে নিচের চিত্রের মতে অপশন আসবে..



এখন আপনি যে ফাইলটি ওপেন করবেন সেটির উপরে নিয়ে Alt+Tab বাটন ছেড়ে দিন.. দেখবেন সে ফাইলটিই ওপেন হচ্ছে।








No comments:

Post a Comment