Pages

Wednesday, June 29, 2016

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থ বিজ্ঞান ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক প্রভাষক নিয়োগ করা হবে 


ফলিত পদার্থ বিজ্ঞান ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক/প্রভাষক পদে জন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বেতন ১৮,৫০০-২৯,৭০০ টাকা প্রভাষক পদে জন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বেতন ১১,০০০-২০,৩৭০ টাকা
আগ্রহী প্রার্থীরা, রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এই ঠিকানায় আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। 
Info : http://www.manobkantha.com

ডেস্কটপে সহজেই ব্যবহার করুন ওয়াইফাই



ডেস্কটপে সাধারণত ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালানো যায় না ওয়াইফাই রাউটার থাকলেও ডেস্কটপে ওয়াইফাই রিসিভার না থাকায় এই সুবিধা পাওয়া যায় না তাই বিকল্প হিসেবে ব্যবহার করতে হয় ব্রডব্যান্ড অথবা মডেম
তবে আপনি চাইলে ডেস্কটপে রাউটার ব্যবহার না করেই মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমনকি আপনার বাসায় যদি ওয়াইফাই সংযোগ থাকে, মোবাইলের ওয়াইফাই সংযোগ দিয়ে ডেস্কটপে নেট ব্যবহার করতে পারবেন। আসুন, জেনে নেই ডেস্কটপে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের পদ্ধতি। জন্য আপনার দরকার হবে মোবাইলে ইন্টারনেট সংযোগ ডাটা ক্যাবল।
যেভাবে করবেন:
প্রথমে মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা সংযোগ চালু করুন। এরপর ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপের সঙ্গে সংযুক্ত করুন। এবার মোবাইলের সেটিংস যান।ডাটা ইউসেজঅপশনের পরমোরঅপশনে ক্লিক করুন। মোর থেকেটিদারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট প্রবেশ করুন। সবশেষেইউএসবি টিদারিংনামে একটি অপশন পাবেন। এই অপশনটি অন করে দিন। তবে ভুল করেও ইউএসবি স্টোরেজ অপশন চালু করবেন না।
এবার আপনার ডেস্কটপে অন্য কোনো ডিভাইস ছাড়াই চালান ওয়াইফাই দিয়ে ইন্টারনেট।
Info : http://www.manobkantha.com