Pages

Tuesday, May 31, 2016

চেহেলগাজী মাজার ও মসজিদ

দিনাজপুর শহর থেকে সাত কিলোমিটার উত্তরে দিনাজপুর-রংপুর সড়কের পশ্চিম পাশে অবস্থিত এ অঞ্চলের এক সময়ের সাধু পুরুষ চেহেলগাজীর মাজার ও মসজিদ ।
দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত এ মসজিদের একটি শিলালিপি থেকে জানা যায় সুলতান রুকনুদ্দীন বারবক শাহ এর রাজত্বকালে তার উজির ইকরাব খানের নির্দেশে দিনাজপুর পরগনার শাসনকর্তা উলুঘ নুসরত খান এ মসজিদটি ৮৬৫ হিজরি তথা ১৪৬০ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। চার পাশের দেয়াল ছাড়া বর্তমানে মসজিদটির সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
আর মসজিদের আরেকটি শিলালিপি থেকে জানা যায় ১৪৬০ খ্রিস্টাব্দে চেহেলগাজী মসজিদ নির্মাণের সময় মাজারটি সংস্কার করা হয়। জনশ্রুতি আছে ৪০জন গাজীকে (ধর্মযোদ্ধা) এখানে একত্রে সমাহিত করা হয়েছিল। এ জন্য এ স্থানের নাম চেহেল (চল্লিশ) গাজী। দিনাজপুর শহর থেকে বাসে কিংবা রিকশায় আসতে পারেন এখানে।

বাগেরহাটে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী ষাড়ের লড়াই

বাগেরহাটে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সদও উপজেলার চিরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাড়ের লড়াই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট- আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রসাশক মোঃ আকরাম হোসেন,পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ,আতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক মোঃ হাবিবুল হক খান,উপজেলা নির্বাহী অফিসার এহতেসামুল হক,মঘিয়া ইউপি চেয়ার ম্যান মন্জুরুল করিম প্রমুখ। সাড়ের লড়াইয়ে বিভিন্ন এলাকা থেকে ২২ টি সাড় অংশ নেয়

Monday, May 30, 2016

কোপার আগে চোট পেলেন মেসি!

দিন পরেই শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা শতবর্ষ উদযাপনী আসর আর তার আগেই কিনা চোট পেলেন লিওনেল মেসি! কোপার প্রস্তুতি হিসেবে শুক্রবার সান হুয়ানে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ ফাইনালিস্টরা কিন্তু ৬৪ মিনিটে হন্ডুরিয়ান খেলোয়াড় অলিভার মোরাজানের সঙ্গে সংঘর্ষে কোমরে আঘাত পেয়ে মাঠ ত্যাগ করেন মেসি পরে তাকে হাসপাতালে নেয়া হয়
কোপার আগে চোট পেলেন মেসি!শেষ পর্যন্ত গঞ্জালো হিগুয়েইনের গোলে - গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন হিগুয়েইন। গোলটি অবশ্য মুগ্ধতা ছড়িয়েছে দারুণভাবেই। দুর্দান্ত একক্রুইফ টার্নেহন্ডুরিয়ান ডিফেন্ডার মেনর ফিগুয়েরোয়াকে বোকা বানিয়ে গোলকিপার ডনিস এসকোবারের মাথার ওপর দিয়ে তিনি বল পাঠিয়ে দেন গোলে।
ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল দলের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, মেসি বাঁ কোমরের নিচের দিকে ব্যথা পেয়েছে। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোও নিশ্চিত করে কিছু বলেননি, বাঁ কোমরের নিচের দিকে মেসি আঘাত পেয়েছে। আঘাতটা কতটা গুরুতর সেটা এখনই বলা সম্ভব নয়। তবে হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেছেন।
আগামী জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা প্রতিযোগিতার শতবর্ষ উদযাপনী আসর। সেখানে জুন চিলির সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা সর্বশেষ বড় কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতেছিল ২৩ বছর আগে। গত দুই বছর বিশ্বকাপ কোপার ফাইনালে উঠেও সাফল্য পায়নি আর্জেন্টিনা। মেসির চোটের সময়টা এর চেয়ে খারাপ সম্ভবত হতে পারত না
Info : http://www.manobkantha.com