Pages

Saturday, April 30, 2016

কোহলি ১৮ নম্বর জার্সি কেন পরে জানেন?

ফুটবল হোক আর ক্রিকেট- খেলোয়াড়দের জার্সির পেছনে থাকে একটি নম্বর খেলোয়াড়দের কল্যাণেই এক সময় বিখ্যাত হয়ে যায় কিছু নম্বর ফুটবলে যেমন ১০ নম্বর জার্সি বললেই চোখের সামনে ভেসে ওঠে দিয়েগো ম্যারাডোনা লিওনেল মেসির ছবি আবার নম্বর জার্সিকে মহামন্বিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো 
ক্রিকেটেও নম্বর জার্সিটা বেশ জনপ্রিয়মিস্টার কুলখ্যাত ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পরেন নম্বরের জার্সি বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান ৭৫ নম্বর জার্সিটাকে ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন ইদানিং মুস্তাফিজুর রহমানের ৯০ নম্বর জার্সিও আলোচনায় আসছে তবে ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত জার্সি নম্বর ১৮ এই জার্সির মালিক বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলির এই নম্বরের পেছেনের রহস্যটা কী? এত নম্বর থাকতে ১৮ কেন? খেলোয়াড়দের সঙ্গে কুসংস্কারের একটা সম্পর্ক রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা জার্সি কিংবা জুতা বিশেষ খেলোয়াড়ের কোনও বিশেষ জিনিস ব্যবহারের কারণটা হয় কুসংস্কার তবে কি বিরাটও কোনও কুসংস্কারের জন্যই পরেন ১৮ নম্বর জার্সি? না, কুসংস্কার নয় ১৮ নম্বরের সঙ্গে জড়িয়ে আছে বিরাটের অনেকখানি আবেগ ভালোবাসা ১৮ ডিসেম্বর, ২০০৬ কোহলি তখনও আজকের কোহলি নন ভারতের নীল জার্সি তখনও তার গায়ে ওঠেনি ওই দিন বিরাট হারিয়েছিলেন তার বাবাকে বাবাই ছিলেন তার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় প্রেরণা ছেলে দেশের হয়ে ক্রিকেট খেলবে, এটাই ছিল বিরাটের বাবা প্রেম কোহলির স্বপ্ন সে স্বপ্ন আজ সত্যি কিন্তু দেখে যাওয়ার সৌভাগ্য তার হয়নি সেই সময় বিরাটের বয়স ছিল ১৮ ১৮ বছর বয়সে ১৮ তারিখে বাবাকে হারিয়েছিলেন কোহলি তাই এই সংখ্যাটাকে বিশেষ গুরুত্ব দিতে জার্সিতে রেখে দিয়েছেন তিনি তার জন্য এটা শুধু একটা নম্বর নয়, আবেগ ভালোবাসা
Info: http://www.mzamin.com

একাদশ থেকে বাদ পড়লেন সাকিব

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স একাদশে জায়গা পেলেন না সাকিব আল হাসান ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতার অ্যাওয়ে ম্যাচে একাদশে জায়গা দেয়া হয়েছে ক্যারিবীয় ফাস্ট বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারকে  
একাদশে ফিরেছেন অজি লেগ স্পিনার ব্র্যাড হগও নাইট রাইডার্স একাদশে জায়গা ধরে রেখেছেন অপর ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল অফ স্পিন তারকা সুনীল নারাইন শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন কলকাতা নাইটরাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর আর ইনিংসের প্রথম ওভারেই বল হাতে জোড়া আঘাত হানেন আন্দ্রে রাসেল দিল্লির প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৫ রানে নারাইনকে উইকেট দেন দিল্লির ওয়ানডাউন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ওভার শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৩২/-
Info: http://www.mzamin.com 

দুদিনেই দুই লাখ!



গত কয়েক বছরে ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়েছেন ইমরান মাহমুদুল গত বছর তারবলতে বলতে চলতে চলতেগানটি ছিল সর্বাধিক শ্রোতাপ্রিয় গান গানটির ভিডিও বেশ আলোচিত হয় তারই ধারাবাহিকতায় নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন ইমরান গানের নামফিরে আসো না 
লিখেছেন স্নেহাশীষ ঘোষ আর সুর সংগীত ইমরানের গানটির ভিডিওতে ইমরানের মডেল হিসেবে পারফর্ম করেছেন পিয়া বিপাশা আর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী ব্যয়বহুল মিউজিক ভিডিওর এডিটিং হয়েছে চেন্নাইতে এদিকে প্রকাশের পর পরই চমক তৈরি করছে গানটির ভিডিও ইতিমধ্যে রেকর্ডসংখ্যক ভক্ত-শ্রোতা ফেসবুকে শেয়ার করেছে গানটি শুধু তাই নয়, মাত্র দুদিনে গানটি দুই লাখ ১৩ হাজার ভিউয়ার্স অতিক্রম করেছে, যেটি একটি অনন্য রেকর্ডও বটে বিষয়ে ইমরান বলেন, ‘ফিরে আসো নাভিডিওটির জন্য আমার ভক্তরা অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাদের প্রত্যাশা পূরণের জন্যই একটু সময় নিয়েছি তবে প্রকাশের পর যে এতটা সাড়া পাবো ভাবিনি আমি অবাক হয়েছি কারণ ইউটিউবে মাত্র দুদিনে দুলাখ ভিউয়ার্স অতিক্রম করেছে গনটি গানটি নির্মাণের সঙ্গে জড়িত সকলের প্রতি আমি কৃতজ্ঞ আর ভক্ত-শ্রোতাদের প্রতি রইলো অনেক ভালোবাসা ভবিষ্যতেও যেন ভালো ভালো গান এভাবে করতে পারি সেই দোয়া চাই
Info: http://www.mzamin.com